মুক্তিযোদ্ধা

মুক্তিযোদ্ধা

১৯৭১ খ্রিস্টাব্দে যাঁরা অস্ত্র হাতে সরাসরি পাকিস্তানি বাহিনীর সঙ্গে যুদ্ধ করেছেন কেবল তাঁদেরই মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য করা হয় তা নয়। সেই সঙ্গে অস্থায়ী মুজিবনগর সরকারের মন্ত্রী, সরকারী কর্মকর্তা ও কর্মচারী, ভারতের শরণার্থী শিবিরগুলোতে ত্রাণ বিতরণসহ যাঁরা বিভিন্ন সেবামূলক কাজে অংশ নিয়েছেন তারা, কোলকাতায় স্থাপিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের পরিচালকমণ্ডলী, সাংবাদিক, ভাষ্যকার ও শিল্পী, প্রমুখকেও মুক্তিযোদ্ধা হিসাব তালিকাবদ্ধ করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালে যারা অস্ত্র হাতে মাঠ পর্যায়ে যুদ্ধে অংশ গ্রহণ করেছিলেন তাদের চার ভাগে ভাগ করা হয়ে থাকে। যথা:
(ক) তৎকালীন পাকিস্তান সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, ইপিআর, পুলিশ ও আনসার বাহিনীর নিয়মিত সদস্যবৃন্দ। এরা আগে থেকেই অস্ত্র ব্যবহারে এনমকী সম্মুখ সমরাভিযানে প্রশিক্ষিত ছিলেন। ১৯৭১-এ মুক্তিযুদ্ধ শুরু হলে এরা পাকিস্তানের পক্ষ ত্যাগ করে সরাসরি মুক্তিযুদ্ধ শুরু করেছিলেন। এদের অধিকাংশই ছিলেন মুক্তিযুদ্ধের ‘নিয়মিত বাহিনী’র সদস্য ছিলেন।
(খ) দ্বিতীয়ত: সাধারণ মানুষ যাঁরা বাংলাদশে ত্যাগ করে ভারতে গিয়েছিলেন এবং ভারতের প্রশিক্ষণ ক্যাম্পে অস্ত্রচালনা, বিস্ফোরকদ্রব্যের ব্যবহার ও গেরিলাযুদ্ধের কলাকৌশলে প্রশিক্ষণ লাভের পর দেশের অভ্যন্তরে বিভিন্ন এলাকায় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সেগুলো ব্যবহার করেছিলেন। সংখ্যাই এরাই সর্বার্ধিক। এদের বলা হতো ‘গণবাহিনী’। সামরিক প্রশিক্ষণের পরই এদের হাতে অস্ত্র ও গোলাবারুদ দেয়া হয়েছিল। এদের মধ্যে ছিলেন কৃষক, শ্রমিক, ছাত্র সহ সমাজের নানা স্তরের মানুষ।
(গ) টাঙ্গাইলের বঙ্গবীর আব্দুল কাদেরর সিদ্দীকীর (বীর উত্তম) নেতৃত্বে প্রতিষ্ঠিত কাদেরিয়া বাহিনীর লোকজন। এদের অধিকাংশই প্রশিক্ষণের জন্য ভারতে যাননি। পাকিস্তান সেনাবাহিনীর ল্যান্স নায়েক কাদের সিদ্দিকীর নেতৃত্বে দেশের ভেতরই প্রশিক্ষণ গ্রহণ করেছেন; এবং
(ঘ) কেবল ছাত্রলীগের একদল নেতা-কর্মী, যাঁরা মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে নতুনভাবে ভারতে প্রশিক্ষণ নিয়েছেন, কিন্তু দেশাভ্যন্তরে না-ফিরে বাংলাদেশ-ভারতের সীমান্ত এলাকায় যুদ্ধ করেছেন। এদের পৃথকভাবে নাম দেওয়া হয়েছিল ‘মুজিব বাহিনী’।

Saturday, March 27, 2010

THE MURDERERS OF 1971

Do we remember the genocide of Bangladesh?

It happened in 1971, during the 9 months long Liberation Struggle in which the tiny nation of Bangladesh fought a bloody war with their then 'rulers', Pakistan. The killing game started in the name of "Operation Searchlight" by the Pak Army on the night of March 25, 1971, when they took the roads of Dhaka & other cities and murdered some 30,000 odd innocent Bengalis. The order of the day was: shoot at sight! And, it continued for 9 long months.

Some Bengalis, who called themselves the Razakars, Al Badars & Al Shams, joined hands with the occupying Pakistan Armed Forces in the killing game.

Nothing could stop the liberation of Bangladesh, even though Pakistan had the US & P R China supporting them, including other influential Western & Middle Eastern governments. The Bengalis, though not known to be a martial race, defeated the Pakistan Army in one of bloodiest war in history. The Pak army had to surrender to the Joint Forces of Bangladesh & India, along with their local aids. But by that time, they were done with murdering approximately 3 million Bengalis, including women and children.

Till date, we, the Bengalis of Bangladesh, do not know of a single incident where the criminals who were responsible for the genocide, looting and widespread violence in 1971 Bangladesh, have been brought to justice.

Positions

  1. Stand united on the issue of bringing the 1971 War Criminals to justice.
  2. Raise your voice to bring these criminals to justice.
  3. Create public opinion in bringing these criminals to justice.
ALI AHSAN MUJAHID

JATIYO BEYADOP SALAUDDIN KADER CHOUDHURY (SAKA) 



MATIUR RAHMAN NIZAMI (MUITYA RAZAKAR)

FAKE ALLAMA DELWAR HOSSAIN SAIDHEE (DELU RAZAKAR)


Delwar Hossain Saidi was involved in killing, looting, arson, extortion and confiscation during the liberation war. In both cases their victims were the Hindu Bengalis and people involved in or connected to the liberation war. In 1971 Saidi and his gang formed an espionage network in the Pirojpur area against the freedom fighters. He and his gang once captured a freedom fighter Mr. Abdul Aziz (an ex member of EPR, now BDR) on his secret visit home to see his first born in the dead of the night. Saidi handed Mr Aziz to the Pakistani army who tortured him to death. Saidi's dossier abounds in this type of murder, torture, extortions and confiscations. Under his appearance of an Islamic preacher, Saidi is nothing but an irremediable imposter, a traitor and a vile monster







2 comments:

  1. YOU PEOPLE (WHO ARE OF-COURSE HINDU) HAVE A SICK IMAGINATION!
    YOU LIE AGAINST THE MUSLIMS SCHOLARS TO PROPOGATE YOUR HINDU WAY OF LIFE?

    KNOW THAT OUR RABB, SUBHANAHU WA TA'ALA, SAYS:

    “Verily Allah will defend those who believe, verily, Allah loves not any that is a traitor to faith or shows ingratitude.”

    [Al Qur’an 22:38]

    ReplyDelete
  2. The Rolex seadweller deepsea 116600 jacques piccard copy Replica Rolex straps will charge replacing if they become beat or damaged, and if you are subjecting them to water, abnormally alkali water, and aswell perfumes beat on the wrist Rolex Watches ability yachtmaster ii white punch 116689 watch, you may wish to accede accepting appropriate covering aegis articles to access the activity amount of the Replica Rolex Watches seadweller polizia stato sommozzatori bound copy wat strap. T

    ReplyDelete