মুক্তিযোদ্ধা

মুক্তিযোদ্ধা

১৯৭১ খ্রিস্টাব্দে যাঁরা অস্ত্র হাতে সরাসরি পাকিস্তানি বাহিনীর সঙ্গে যুদ্ধ করেছেন কেবল তাঁদেরই মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য করা হয় তা নয়। সেই সঙ্গে অস্থায়ী মুজিবনগর সরকারের মন্ত্রী, সরকারী কর্মকর্তা ও কর্মচারী, ভারতের শরণার্থী শিবিরগুলোতে ত্রাণ বিতরণসহ যাঁরা বিভিন্ন সেবামূলক কাজে অংশ নিয়েছেন তারা, কোলকাতায় স্থাপিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের পরিচালকমণ্ডলী, সাংবাদিক, ভাষ্যকার ও শিল্পী, প্রমুখকেও মুক্তিযোদ্ধা হিসাব তালিকাবদ্ধ করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালে যারা অস্ত্র হাতে মাঠ পর্যায়ে যুদ্ধে অংশ গ্রহণ করেছিলেন তাদের চার ভাগে ভাগ করা হয়ে থাকে। যথা:
(ক) তৎকালীন পাকিস্তান সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, ইপিআর, পুলিশ ও আনসার বাহিনীর নিয়মিত সদস্যবৃন্দ। এরা আগে থেকেই অস্ত্র ব্যবহারে এনমকী সম্মুখ সমরাভিযানে প্রশিক্ষিত ছিলেন। ১৯৭১-এ মুক্তিযুদ্ধ শুরু হলে এরা পাকিস্তানের পক্ষ ত্যাগ করে সরাসরি মুক্তিযুদ্ধ শুরু করেছিলেন। এদের অধিকাংশই ছিলেন মুক্তিযুদ্ধের ‘নিয়মিত বাহিনী’র সদস্য ছিলেন।
(খ) দ্বিতীয়ত: সাধারণ মানুষ যাঁরা বাংলাদশে ত্যাগ করে ভারতে গিয়েছিলেন এবং ভারতের প্রশিক্ষণ ক্যাম্পে অস্ত্রচালনা, বিস্ফোরকদ্রব্যের ব্যবহার ও গেরিলাযুদ্ধের কলাকৌশলে প্রশিক্ষণ লাভের পর দেশের অভ্যন্তরে বিভিন্ন এলাকায় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সেগুলো ব্যবহার করেছিলেন। সংখ্যাই এরাই সর্বার্ধিক। এদের বলা হতো ‘গণবাহিনী’। সামরিক প্রশিক্ষণের পরই এদের হাতে অস্ত্র ও গোলাবারুদ দেয়া হয়েছিল। এদের মধ্যে ছিলেন কৃষক, শ্রমিক, ছাত্র সহ সমাজের নানা স্তরের মানুষ।
(গ) টাঙ্গাইলের বঙ্গবীর আব্দুল কাদেরর সিদ্দীকীর (বীর উত্তম) নেতৃত্বে প্রতিষ্ঠিত কাদেরিয়া বাহিনীর লোকজন। এদের অধিকাংশই প্রশিক্ষণের জন্য ভারতে যাননি। পাকিস্তান সেনাবাহিনীর ল্যান্স নায়েক কাদের সিদ্দিকীর নেতৃত্বে দেশের ভেতরই প্রশিক্ষণ গ্রহণ করেছেন; এবং
(ঘ) কেবল ছাত্রলীগের একদল নেতা-কর্মী, যাঁরা মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে নতুনভাবে ভারতে প্রশিক্ষণ নিয়েছেন, কিন্তু দেশাভ্যন্তরে না-ফিরে বাংলাদেশ-ভারতের সীমান্ত এলাকায় যুদ্ধ করেছেন। এদের পৃথকভাবে নাম দেওয়া হয়েছিল ‘মুজিব বাহিনী’।

Friday, September 25, 2009

THE KILLER SHOULD BE PUNISHED TO DAY OR TOMORROW





Prof. Golam Azm (Ghu azom)During the Bangladesh Liberation War of 1971, Azam played a central role in the formation of Peace Committees, which declared the independence movement to be a conspiracy hatched by India.[2] Azam was one of the founding members of this organization.[2] After the genocide of 25th March Pakistani forces lost control of Bangladesh. To help control this situation Pakistani army set up a network of peace committees superimposed upon the normal civil administration as army couldn't rely upon that administration. Peace Committee members were drawn from Jamaat-e-Islami led by Ghula Azam, Muslim League and Biharis. Peace committee served as the agent of army, informing on civil administration as well as general public. They were also in charge of confiscating and redistribution of shops and lands from Hindu and pro-independence Bengali- mainly relatives and friends of the freedom fighters. Almost 10 million Bangladeshis fled to neighboring India as refugees. The Shanti Committee also recruited Razakars. Razakars were common criminals who had thrown their lots with the army.
On April 12, 1971, Azam and Matiur Rahman Nizami led processions denouncing the independence movement as an Indian conspiracyল

FORMING RAZAKARS AND AL-BADR

During Azam's leadership of Jamaat-e-Islami, Ashraf Hossain, a leader of Jamaat's student wing Islami Chhatra Sangha, created the Al-Badr militia in Jamalpur District on 22 April, 1971.[3] Current Jamaat Ameer (supreme leader) Matiur Rahman Nizami was the supreme commander of this militia. Nizami was a leader of Islami Chhatra Shongha then.
Also, in May, 1971, another Jamaat leader Mawlana Yusuf, a subordinate to Azam, created the Razakar militia in Khulna. The first recruits included 96 Jamaat party members, who started training in an Ansar camp at Shahjahan Ali Road, Khulna.

1 comment:

  1. For this handbag, you can retail or Fake Handbags at our online store, and also you can wholesale replica handbags other brands at our online store.This bag is an important part of the house’s 2010 fall winter new creations. To be honest, I was attracted by the cozy color firstly and then I found the bag very chic as a daily carryall, which is especially true with those fashion lovers who stroll in downtown all day along. This bag would company you from day to evening, if the evening activities is not very formal and dazzling on which you have to carry clutch Fake Handbag .

    ReplyDelete