"বিশ্বশান্তির অগ্রদূত মাদার অফ হিউম্যানিটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রানঢালা অভিনন্দন"
রোমভিত্তিক সংস্থা Internaional Fund for Agricultural Development (IFAD) ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যাগ্রিকালচার ডেভেলপমেন্টের (ইফাড) বার্ষিক কাউন্সিলে যোগ দিতে ইতালির প্রধানমন্ত্রী পাওলো জেনতিলনির আমন্ত্রণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ১২-১৪ ফেব্রুয়ারী ইতালি আসবেন। নেদারল্যান্ড আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।